Subhasis Sarkar

+91 9830254664

Commerce Coaching center

----------------------------------------------------------------------------

Monday 5 April 2021

Costing SAQ with answers

Posted by   on Pinterest

১.সম্ভার খতিয়ান কাকে বলে?

যে খতিয়ান হিসাবে মজুদ নিয়ন্ত্রন বিভাগ মালপত্রের প্রত্যেকটি চলাচল অর্থাৎ মাল পত্র প্রাপ্তি, বিলি, ফেরত, উদ্বৃত্ত, ঘাটতি ইত্যাদি তারেকের ক্রমানুসারে তাদের মূল্য সহ লেখা হয় এবং জের টনে দেখানো হয়, তাকে সম্ভার খতিয়ান বলে।

২. বিনকার্ড কাকে বলে?
যে কার্ডে মজুদ গড়ে মালপত্র রাখার জন্য নির্ধারিত তাক বা বিনে মালপত্রের প্রাপ্তি, বিলি, মজুত প্রভৃতির পরিমাণগত বিবরণ তারিখের ক্রমানুসারে মজুত রক্ষক লিখে রাখেন তাকে বিনকার্ড বলে।

৩. FIFO পদ্ধতি কাকে বলে?
কাঁচামাল বিলির মূল্যায়নের যে পদ্ধতিতে অনুমান করা হয়, যে কাঁচামাল আগে পাওয়া গেছে সেই কাঁচামালই আগে বিলি করা হয় বা হয়েছে সেই পদ্ধতিকে আগে আসে আগে যায় (First in First out) পদ্ধতি বলে।

৪. সরলগড় পদ্ধতি একটি সুবিধা লেখ।
সহজ গণনা : যেহেতু দর গুলির উপর ভিত্তি করে গড় মূল্য নির্ধারণ করা হয়, কোন পরিমাণ বিবেচনা করা হয় না, তাই এই ক্ষেত্রে গণনার কাজ খুব সহজ ও সরল হয়।

৫. অলস সময় কি?
কোন কর্মচারী কারখানায় বিভিন্ন কারণে যতক্ষণ কর্মহীন অবস্থায় থাকে অর্থাৎ কারখানায় উপস্থিত থাকা সত্বেও উৎপাদন কাজে নিযুক্ত হতে পারেনা, তাকে অলস সময় বা কর্মহীন সময় বলে।

৬. অলস সময়ের দুটি কারণ লেখ।
(i) কর্মচারীর প্রবেশের সময় কারখানার গেট থেকে উৎপাদন কেন্দ্রে যাওয়ার সময়;
(ii) একটি কাজ শেষ করে অপর কাজে নিযুক্ত হওয়ার মধ্যবর্তী সময়ে।

৭. ইউনিট প্রতি হার পদ্ধতির একটি সুবিধা লেখ।
এই পদ্ধতিতে উৎপাদনের একক প্রতি কারখানা সংক্রান্ত উপরিব্যয় জানার ফলে উৎপাদন পরিকল্পনা স্থির করা সহজ হয়।

৮. বিক্রয় সম্পর্কীয় উপরিব্যয় কি?
যে পরোক্ষ খরচ এর দ্বারা উৎপাদিত পণ্যের চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি ও অর্ডার সংগ্রাহ করা যায়, তাকে বিক্রয় সংক্রান্ত উপরিব্যয় বলে।

৯. কাঁচামালের তালিকা?
নির্দিষ্ট কোন কাজ করার জন্য মোট যে যে ধরনের কাঁচামাল প্রয়োজন তার যে তালিকা ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রস্তুত করেন তাকে কাঁচামালের তালিকা বলে।

১০. কাঁচামালের স্থানান্তর নোট কি?
যে দলিল প্রস্তুত করে কোন একটি কাজ, অর্ডার বা উৎপাদন বিভাগ থেকে অপর কোন কাজ, অর্ডার বা উৎপাদন বিভাগের প্রয়োজনীয় উদ্বৃত্ত মালপত্র প্রেরণ স্থানান্তর করা হয়, তাকে কাঁচামালের স্থানান্তর নোট বলে।

No comments:
Write Comments

Follow me on twitter -Click Here !
Join Our Newsletter