Subhasis Sarkar

+91 9830254664

Commerce Coaching center

----------------------------------------------------------------------------

Tuesday 6 April 2021

Class XII Accountancy SAQ with answers :

অংশীদারি চুক্তিপত্র কাকে বলে?

অংশীদারি কারবারের অংশীদাররা নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে যে দলিল সম্পাদন করেন, তাকে অংশীদারি চুক্তিপত্র বলে। চুক্তিই হলো অংশীদারী কারবারের মূল ভিত্তি চুক্তি ব্যতীত কোনো অংশীদারী কারবার স্থাপন করা যায় না।


স্থির মূলধন হিসাব ( Fixed Capital Account ) কাকে বলে?

অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদারদের মূলধনখাতে যখন শুধুমাত্র তাদের নিয়োজিত মূলধনের হিসাব লেখা হয় এবং অংশীদারদের অন্যান্য দেনা পাওনা সংক্রান্ত কোন হিসাব লেখা হয় না এবং নিয়োজিত মূলধনের অংক ব্যবসায চলাকালীন সময়ে অপরিবর্তিত থাকে তখন এই জাতীয় মূলধন হিসাব খাত কি স্থির মূলধন হিসাব বলা হয়।


পরিবর্তনশীল মূলধন হিসাব (Fluctuating Capital Account) কাকে বলে?

অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদারদের মূলধন হিসাবখাতের যখন তাদের নিয়োজিত মূলধনসহ দেনাপাওনা ও উত্তোলন সম্পর্কিত যাবতীয় লেনদেন লেখ হয় এবং মূলধনের অংক প্রতি ক্ষেত্রেই পরিবর্তিত হয়, তখন ওই জাতীয় মূলধন হিসাবখাতকে পরিবর্তনশীল মূলধন হিসাবখাত বলা হয়।


চলতি হিসাব (Current Account)  কি?

যে হিসাবখাতে অংশীদারদের বিনিয়োজিত মূলধন ছাড়া, তাদের যাবতীয় অন্যান্য প্রাপ্য প্রদেয় সমস্ত বিষয়কে লিপিবদ্ধ করা হয় তাকে চলতি হিসাব বলে।


স্বয়ং সৃষ্ট সুনাম (Self generated Goodwill) কাকে বলে?

দীর্ঘদিন কারবার পরিচালনার ফলে কারবারি কাজকর্মের মাধ্যমে সমাজে কারবারের যে সুনাম এর সৃষ্টি হয় তাকে স্বয়ং সৃষ্ট সুনাম বলে।


অধিমুনাফা (Super profit)কাকে বলে?

কারবারের স্বাভাবিক মুনাফার তুলনায় প্রকৃত গড় মুনাফার অতিরিক্ত অংশকে অধিমুনাফা বলা হয়। অধিমুনাফা = (গড় মুনাফা - স্বাভাবিক মুনাফা) [Super profit = ( Average profit - normal profit)]


লুক্কায়িত সুনাম (Hidden Goodwill) কি?

দীর্ঘদিন ব্যবসায়িক কাজকর্ম পরিচালনার ফলে ব্যবসার যে সুনাম তৈরি হয় সেটি সাধারণত হিসাব বইতে লিপিবদ্ধ করা থাকে না। স্বয়ং সৃষ্ট সুনাম লিপিবদ্ধ করা না থাকলে তাকে লুক্কায়িত সুনাম বলে।


ত্যাগ অনুপাত (Sacrificing ratio) কি?

কোন অংশীদারী কারবারের নতুন অংশীদার গ্রহণ করার সময় পুরনো অংশীদাররা যে হারে লাভের অংশ ত্যাগ করে তার অনুপাতকে ত্যাগ অনুপাত বলে।



Monday 5 April 2021

Costing SAQ with answers

১.সম্ভার খতিয়ান কাকে বলে?
যে খতিয়ান হিসাবে মজুদ নিয়ন্ত্রন বিভাগ মালপত্রের প্রত্যেকটি চলাচল অর্থাৎ মাল পত্র প্রাপ্তি, বিলি, ফেরত, উদ্বৃত্ত, ঘাটতি ইত্যাদি তারেকের ক্রমানুসারে তাদের মূল্য সহ লেখা হয় এবং জের টনে দেখানো হয়, তাকে সম্ভার খতিয়ান বলে।

২. বিনকার্ড কাকে বলে?
যে কার্ডে মজুদ গড়ে মালপত্র রাখার জন্য নির্ধারিত তাক বা বিনে মালপত্রের প্রাপ্তি, বিলি, মজুত প্রভৃতির পরিমাণগত বিবরণ তারিখের ক্রমানুসারে মজুত রক্ষক লিখে রাখেন তাকে বিনকার্ড বলে।

৩. FIFO পদ্ধতি কাকে বলে?
কাঁচামাল বিলির মূল্যায়নের যে পদ্ধতিতে অনুমান করা হয়, যে কাঁচামাল আগে পাওয়া গেছে সেই কাঁচামালই আগে বিলি করা হয় বা হয়েছে সেই পদ্ধতিকে আগে আসে আগে যায় (First in First out) পদ্ধতি বলে।

৪. সরলগড় পদ্ধতি একটি সুবিধা লেখ।
সহজ গণনা : যেহেতু দর গুলির উপর ভিত্তি করে গড় মূল্য নির্ধারণ করা হয়, কোন পরিমাণ বিবেচনা করা হয় না, তাই এই ক্ষেত্রে গণনার কাজ খুব সহজ ও সরল হয়।

৫. অলস সময় কি?
কোন কর্মচারী কারখানায় বিভিন্ন কারণে যতক্ষণ কর্মহীন অবস্থায় থাকে অর্থাৎ কারখানায় উপস্থিত থাকা সত্বেও উৎপাদন কাজে নিযুক্ত হতে পারেনা, তাকে অলস সময় বা কর্মহীন সময় বলে।

৬. অলস সময়ের দুটি কারণ লেখ।
(i) কর্মচারীর প্রবেশের সময় কারখানার গেট থেকে উৎপাদন কেন্দ্রে যাওয়ার সময়;
(ii) একটি কাজ শেষ করে অপর কাজে নিযুক্ত হওয়ার মধ্যবর্তী সময়ে।

৭. ইউনিট প্রতি হার পদ্ধতির একটি সুবিধা লেখ।
এই পদ্ধতিতে উৎপাদনের একক প্রতি কারখানা সংক্রান্ত উপরিব্যয় জানার ফলে উৎপাদন পরিকল্পনা স্থির করা সহজ হয়।

৮. বিক্রয় সম্পর্কীয় উপরিব্যয় কি?
যে পরোক্ষ খরচ এর দ্বারা উৎপাদিত পণ্যের চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি ও অর্ডার সংগ্রাহ করা যায়, তাকে বিক্রয় সংক্রান্ত উপরিব্যয় বলে।

৯. কাঁচামালের তালিকা?
নির্দিষ্ট কোন কাজ করার জন্য মোট যে যে ধরনের কাঁচামাল প্রয়োজন তার যে তালিকা ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রস্তুত করেন তাকে কাঁচামালের তালিকা বলে।

১০. কাঁচামালের স্থানান্তর নোট কি?
যে দলিল প্রস্তুত করে কোন একটি কাজ, অর্ডার বা উৎপাদন বিভাগ থেকে অপর কোন কাজ, অর্ডার বা উৎপাদন বিভাগের প্রয়োজনীয় উদ্বৃত্ত মালপত্র প্রেরণ স্থানান্তর করা হয়, তাকে কাঁচামালের স্থানান্তর নোট বলে।

Saturday 30 May 2020

Partnership

Partnership:

Introduction

A partnership is a relation of mutual trust and faith. To maintain this trust, the partnership accounts must be maintained in an honest, accurate, and equitable manner. Partnership accounts should present a true and fair picture of the partnership business. For this purpose, it is necessary to study the definition of partnership as given in the Partnership Act and the relevant provisions of the Partnership Act which affect the partnership accounts. 

Definition of Partnership: Section 4 of the Indian Partnership Act, 1932, defines partnership as follows:
" Partnership is the relation between persons who have agreed to share the profits of a business carried on by all or any of them acting for all."

Features of partnership Business: 


Two or more persons: There must at least two or more persons to form a partnership. Partnership Act does not specify the maximum number of persons, but  Section 464 of the Companies Act, 2013 empowers the Central Government to prescribe the maximum number of partners in a firm but the number of partners so prescribed cannot be more than 100. The Central Government has prescribed the maximum number of partners in a firm to be 50 vide Rule 10 of the Companies (Miscellaneous) Rules, 2014. Thus, in effect, a partnership firm cannot have more than 50 members. 

Agreement: The partnership arises out of an agreement between two or more persons. Partnership comes into existence by an agreement, either written or oral.

Lawful business: The business to be carried on by a partnership must always be lawful. Business includes trade, vocation and profession.


Principal-agent relationship: Business of the partnership can be carried out by all the partners or by any of them acting for all the partners. Every partner is an agent of the firm. He can act on behalf of the firm. He is responsible for his acts and also for the acts done on behalf of the other partners.

Profit-sharing: There should be an agreement among the partners to share the profits or losses of the business. It is not essential that all the partners must share losses also.

Present Indefinite Tense

 
আমি ভাত খাই  - I eat rice.
আমরা  ফুটবল  খেলি  - We play football.
আমি তোমাকে চিনি  - I know you.
তারা মিষ্টি ভালোবাসে  - They like sweets.
গরু দুধ দেয় - Cows give milk.
শেয়ালরা গর্তে বাস করে - Foxes live in the holes.
শিশুরা আম পছন্দ করে - Children like mangoes.

Wednesday 27 May 2020

Pricing of issue of materials 04

Partnership || Revaluation of Assets and Liabilities

Wednesday 2 October 2019

Economics MCQ Mock Test

Wednesday 14 December 2016

Premium for goodwill In Bengali

 

Issue of Debenture in Bengali

 

Law of indices Part I [in Bengali]

 

Sunday 19 June 2016

Features of Partnership

 
১. অংশীদারি কারবারের দুটি বৈশিষ্ট লেখো।
Ans. মালিকানা : অংশীদারি  কারবারের মালিকের সংখ্যা হল নূন্যতম জন এবং সর্বাধিক  ২০ জন (তবে
ব্যাঙ্কিং  কারবারের ক্ষেত্রে  ১০ জন।
         পৃথক সত্তা :অংশীদারি কারবারের কোনো আইনগত পৃথক সত্তা নেই।
<script data-ad-client="ca-pub-6084809703437388" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
Follow me on twitter -Click Here !
Join Our Newsletter