Subhasis Sarkar

+91 9830254664

Commerce Coaching center

----------------------------------------------------------------------------

Tuesday 6 April 2021

Class XII Accountancy SAQ with answers :

Posted by   on Pinterest

অংশীদারি চুক্তিপত্র কাকে বলে?

অংশীদারি কারবারের অংশীদাররা নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে যে দলিল সম্পাদন করেন, তাকে অংশীদারি চুক্তিপত্র বলে। চুক্তিই হলো অংশীদারী কারবারের মূল ভিত্তি চুক্তি ব্যতীত কোনো অংশীদারী কারবার স্থাপন করা যায় না।


স্থির মূলধন হিসাব ( Fixed Capital Account ) কাকে বলে?

অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদারদের মূলধনখাতে যখন শুধুমাত্র তাদের নিয়োজিত মূলধনের হিসাব লেখা হয় এবং অংশীদারদের অন্যান্য দেনা পাওনা সংক্রান্ত কোন হিসাব লেখা হয় না এবং নিয়োজিত মূলধনের অংক ব্যবসায চলাকালীন সময়ে অপরিবর্তিত থাকে তখন এই জাতীয় মূলধন হিসাব খাত কি স্থির মূলধন হিসাব বলা হয়।


পরিবর্তনশীল মূলধন হিসাব (Fluctuating Capital Account) কাকে বলে?

অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদারদের মূলধন হিসাবখাতের যখন তাদের নিয়োজিত মূলধনসহ দেনাপাওনা ও উত্তোলন সম্পর্কিত যাবতীয় লেনদেন লেখ হয় এবং মূলধনের অংক প্রতি ক্ষেত্রেই পরিবর্তিত হয়, তখন ওই জাতীয় মূলধন হিসাবখাতকে পরিবর্তনশীল মূলধন হিসাবখাত বলা হয়।


চলতি হিসাব (Current Account)  কি?

যে হিসাবখাতে অংশীদারদের বিনিয়োজিত মূলধন ছাড়া, তাদের যাবতীয় অন্যান্য প্রাপ্য প্রদেয় সমস্ত বিষয়কে লিপিবদ্ধ করা হয় তাকে চলতি হিসাব বলে।


স্বয়ং সৃষ্ট সুনাম (Self generated Goodwill) কাকে বলে?

দীর্ঘদিন কারবার পরিচালনার ফলে কারবারি কাজকর্মের মাধ্যমে সমাজে কারবারের যে সুনাম এর সৃষ্টি হয় তাকে স্বয়ং সৃষ্ট সুনাম বলে।


অধিমুনাফা (Super profit)কাকে বলে?

কারবারের স্বাভাবিক মুনাফার তুলনায় প্রকৃত গড় মুনাফার অতিরিক্ত অংশকে অধিমুনাফা বলা হয়। অধিমুনাফা = (গড় মুনাফা - স্বাভাবিক মুনাফা) [Super profit = ( Average profit - normal profit)]


লুক্কায়িত সুনাম (Hidden Goodwill) কি?

দীর্ঘদিন ব্যবসায়িক কাজকর্ম পরিচালনার ফলে ব্যবসার যে সুনাম তৈরি হয় সেটি সাধারণত হিসাব বইতে লিপিবদ্ধ করা থাকে না। স্বয়ং সৃষ্ট সুনাম লিপিবদ্ধ করা না থাকলে তাকে লুক্কায়িত সুনাম বলে।


ত্যাগ অনুপাত (Sacrificing ratio) কি?

কোন অংশীদারী কারবারের নতুন অংশীদার গ্রহণ করার সময় পুরনো অংশীদাররা যে হারে লাভের অংশ ত্যাগ করে তার অনুপাতকে ত্যাগ অনুপাত বলে।



No comments:
Write Comments

Follow me on twitter -Click Here !
Join Our Newsletter